প্রতিষ্ঠাতার বাণী

সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত হওয়ার জন্য প্রয়ােজন সুশিক্ষা। শিক্ষা অর্জন একটি চলমান প্রক্রিয়া ও সময় সাপেক্ষ বিষয়। সামাজিক মিথস্ক্রিয়ায় মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে জ্ঞান অর্জন করে থাকে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের নেপথ্যে এর উপযােগের বিষয়টি বিবেচিত।
মোহাম্মদ রিপন আহমেদ

প্রতিষ্ঠাতা
বাড্ডা কলেজিয়েট হাই স্কুল

সত্য, সুন্দর ও কল্যাণের পথে পরিচালিত হওয়ার জন্য প্রয়ােজন সুশিক্ষা। শিক্ষা অর্জন একটি চলমান প্রক্রিয়া ও সময় সাপেক্ষ বিষয়। সামাজিক মিথস্ক্রিয়ায় মানুষ তার পারিপার্শ্বিক অবস্থা থেকে জ্ঞান অর্জন করে থাকে। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের নেপথ্যে এর উপযােগের বিষয়টি বিবেচিত। প্রতিযােগিতায় নিজেকে যােগ্য, দক্ষ ও প্রজ্ঞাবান হিসেবে প্রমাণ করার ইতিবাচক প্রবণতা বর্তমানে লক্ষণীয়। বিশ্বায়নের এ যুগে বিশেষজ্ঞের কদর সর্বত্র। বিশ্বায়নের কারণে মুক্তবাজার অর্থনীতির কর্পোরেট কালচারে ব্যবসায় শিক্ষায় ডিগ্রি অর্জন এ প্রজন্মের প্রথম পছন্দ। শুধু চাকুরি নয়; উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলেও ব্যবসায় শিক্ষা জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই।

সময়ের দাবি মেটানাের তাগিদে বিশেষায়িত প্রতিষ্ঠান হিসাবে বাড়া কলেজিয়েট হাই স্কুল এবং সালিমা স্মরনি প্রেসিডেন্সি কলেজ দেশের মানব সম্পদ উন্নয়নে খানিকটা হলেও ভূমিকা রেখেছে।

প্রতিষ্ঠাতা হিসেবে আমার লক্ষ্য –
স্কুল- (১) শিক্ষা বানিজ্য দূর করতে স্বচেষ্ট থাকব (২) অত্র এলাকায় প্রত্যেকটি প্রতিষ্ঠানের মান উন্নয়নের জন্য অভিভাবক সচেতনতা তৈরী করা। (৩) প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রীদের আদর্শিক মানুষ হিসেবে গড়ে তােলা। (৪) নিজ প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের পার্থক্য নিরুপন করা এবং প্রতিনিয়ত স্কুলের ফলাফল বিশ্লেষণ করা। (৫) স্কুলের নিয়ম শৃঙ্খলা সঠিকভাবে বাস্তবায়নের প্রতি সজাগ দৃষ্ঠি রাখা।

কলেজ – (১) নারী উন্নয়ন মানে দেশ বা সমাজ উন্নয়ন, এর লক্ষ্যে অত্র এলাকায় ভালাে মানের মহিলা কলেজ প্রতিষ্ঠিত করা। (২) অত্র কলেজটি অবশ্যই আদর্শিক নারী সমাজ গঠনে অর্থাৎ ধর্মীয় চেতনার দিকে লক্ষ্য রেখে কাজ করবে ইনশাল্লাহ। (৩) ভালাে মানের প্রতিষ্ঠান তৈরী করার জন্য কর্তৃপক্ষের সর্বাত্মক দৃষ্টি থাকবে, যাতে করে প্রতিষ্ঠান থেকে পাস করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে সুযােগ পেতে পারে, এর জন্য অক্লান্ত পরিশ্রম করবো ইনশাল্লাহ।

তাই উদ্দীপনামূলক প্রেরণার মাধ্যমে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ, মাসিক মূল্যায়ন পরীক্ষা, পাঠোন্নতি সম্পর্কে অভিভাবককে অবহিতকরণ, ঝরে পড়া রােধসহ অসংখ্য সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষাবান্ধব পরিবেশের নিশ্চয়তা বিধানে আমরা বদ্ধপরিকর।

ব্যবসায় শিক্ষার একটি অনুকরণীয় ও আদর্শস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে বাড়া কলেজিয়েট হাই স্কুল এবং ছালিমা স্মরনি প্রেসিডেন্সি কলেজকে সমুন্নত রাখার প্রত্যয়দীপ্ত অঙ্গীকার করছি, ইনশাআল্লাহ।

মোহাম্মদ রিপন আহমেদ
প্রতিষ্ঠাতা
বাড্ডা কলেজিয়েট হাই স্কুল